গাজীপুর

মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি, রাজাকার পুত্রের শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইল বাড়ইবাড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী আলী হোসেন মাস্টারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে ‘ভারতীয় তালিকাভুক্ত রাজাকার মুমিন উদ্দিন সরকারের পুত্র স্বপন সরকারের বিরুদ্ধে’।

এরই প্রতিবাদে হুমকিদাতা রাজাকার পুত্র স্বপন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পূবাইল ইউনিটের মুক্তিযোদ্ধারা।

পূবাইলের মিরের বাজার মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে বুধবার বিকালে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাবেক পূবাইল থানা মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলন মুক্তিযোদ্ধা কাজী আলী হোসেন মাস্টার বলেন, ‘বাড়ই বাড়ি এলাকার মসজিদ কমিটি গঠন নিয়ে কেন গাজীপুর ৫ আসনের এমপি চুমকি আপার নিকট গেলাম সে কারণে একের পর এক প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত ভারতীয় তালিকাভুক্ত রাজাকার মুমিন উদ্দিন সরকারের ছেলে স্বপন সরকার’।

আমি সাবেক পূবাইল ইউপি আওয়ামী লীগ সভাপতি, একজন শিক্ষক ও প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

সাংবাদিক সম্মেলন পূবাইল থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার মহর আলী,

এছাড়াও বিশেষ অতিথি গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাংগঠনিক কমান্ডার আবু হানিফ, সাবেক পূবাইল ইউপি কমান্ডার খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা কাজী সামাদ, মনির মাস্টার, ইদ্রিস আলী, আবদুল মান্নাফ, আওয়ামী লীগ নেতা, আমজাদ হোসেন মোল্লা, রিয়াজুল ইসলাম ও মোস্তফা প্রমুখ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button