টঙ্গীতে ভিআইপি পরিবহনের বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভিআইপি পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস থেকে ধাক্কা দিয়ে এক ছাত্রকে ফেলে দেওয়ার পর বাসচাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর তার সহপাঠীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকালে টঙ্গীর মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছাত্রে নোয়াখালীর সেলিম মিয়ার ছেলে হাবিবুর রহমান (১৯)। সে স্থানীয় সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাদের পরিবার দীর্ঘদিন ধরে টঙ্গীর মিলগেইট এলাকায় ভাড়া বাড়ি নিয়ে বসবাস করছে।
স্থানীয় ব্যবসায়ী স্বপন সাংবাদিকদের বলেন, ভিআইপি পরিবহনের একটি বাসে করে সকালে কলেজে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসটির সহকারী ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার ওসি মো. এমদাদ বলেন, মৃত্যুর আগে বাসের হেল্পার বাস থেকে ছাত্রকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কিনা, নাকি বাস থেকে নামতে গিয়ে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।