স্টেডিয়াম থেকে বাসায় ফেরা হলো না এক বন্ধুসহ ক্রিকেটার জয়ের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন শেষে মোটরসাইকেলে করে ঢাকা বাইপাস সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন জেলা ক্রিকেট দলের অধিনায়ক ও অন্যতম পেস বোলার জয় দেবনাথ (১৮) ও তার বন্ধু সজিব হাসান (১৮)। পথে মহানগরের ভোগড়ার পেয়ারাবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় কনটেইনারবাহী একটি লরি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ লরি চালক ও সহকারিকে আটক এবং লরিটি জব্ধ করেছে।
জেলা ক্রিকেট দলের কোচ আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুর ১টা পর্যন্ত গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করেছিলেন জয়। পরে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
তিনি আরো জানান, জয় দেবনাথ ২০১৩ সালের দিকে ক্রিকেট খেলা শুরু করেন। তিনি একজন পেস বোলার। তিনি জেলা ক্রিকেট দলের অনুর্ধ্ব ১৪ ও ১৬ দলের অধিনায়ক ছিলেন। আগামী ২৭ অক্টোবর গোপালগঞ্জে অনুষ্ঠিত জেলা ভিত্তিক অনুর্ধ্ব ১৮ দলের অধিনায়ক হিসেবে তার খেলার কথা ছিল।
কোচ আনোয়ার হোসেন জানান, নিহত জয় দেবনাথ ময়মনসিংহের হালুয়াঘাটের বিলুয়া এলাকার হিরা দেবনাথের ছেলে। তাদের পরিবার পেয়ারাবাগান এলাকায় থাকেন। জয় দেবনাথ গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার আব্দুল মজিদ মডেল একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিলেন।
অপর নিহতের নাম সজিব হাসান (১৮)। তিনি বগুড়ার সোনাতলা থানার ভূয়াকোয়া গ্রামের মোম মিঠু মিয়ার ছেলে। নিহতরা পরস্পর বন্ধু এবং একই স্কুল ও শ্রেণির ছাত্র ছিলেন।
জিএমপি’র বাসন থানার এসআই মো. ইব্রাহিম খলিল জানান, বেলা দেড়টার দিকে ঢাকা বাইপাস সড়কের পেয়ারাবাগান এলাকার কনটেইনারবাহী একটি লরি পিছন দিক থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জয় দেবনাথ ও সজিব হাসান মারা যায়। লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো জানান, লরি চালক মো. আক্তার হোসেন (৫০) ও সহকারি মোশারফ হোসেনকে (২৯) আটক এবং লরিটি জব্ধ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।