সভাপতির দুর্নীতির প্রতিবাদে টঙ্গী প্রেসক্লাবের অফিস কক্ষে তালা
বিশেষ প্রতিনিধি: সভাপতির সুনির্দিষ্ট দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় টঙ্গী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম.আর নাসিরকে সম্পূর্ণ অবৈধভাবে কমিটির নির্বাহী পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষোভের বহি:প্রকাশ হিসেবে সোমবার বেলা আড়াইটায় টঙ্গী প্রেসক্লাবের অফিস কক্ষে তালা দিয়ে প্রতিবাদ এবং ক্লাবের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিলবোর্ড ভাংচুর করা হয়।
সহ-সাধারণ সম্পাদক এম.আর নাসির জানান, সম্প্রতি একটি হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সভাপতি এম.এ হায়দার সরকার ক্লাবের সদস্যদের নাম ভাঙ্গিয়ে মামলার আসামীপক্ষের কাছ থেকে মোটা অংকের ঘুষ নেন। কিন্তু তিনি ধামাচাপা দিতে ব্যর্থ হওয়ায় অবশেষে হত্যাকাকাণ্ডের তিন দিন পর ঘটনাটি ফাঁস হয়ে যায়। এঘটনায় ক্লাবের সহসাধারণ সম্পাদক এম.আর নাসির সভাপতির কাছে ঘটনার সত্যতা জানতে চান। প্রথমে সভাপতি অস্বীকার করলেও পরে তথ্য প্রমান উপস্থাপন করলে তিনি স্বীকার করতে বাধ্য হন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করায় সভাপতিকে জুতাপেটা করা উচিত বলে মন্তব্য করেন এম.আর নাসির।
সহকর্মীর এহেন আচরণে সভাপতি ক্ষুব্ধ হয়ে পাল্টা মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে এম.আর নাসিরকে কেন বহিষ্কার করা হবে না; তার কারণ দর্শানোর নোটিশ দেন। সভাপতির এই অবৈধ নোটিশে ক্ষুব্ধ হয়ে এম.আর নাসির আরো সুনির্দিষ্ট দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সভাপতিকে লিগ্যাল নোটিশ দেন। কমিটির সিদ্ধান্ত ছাড়াই সভাপতি একক সিদ্ধান্তে বর্ণাত্যদের সাহায্যের নামে কনসার্টের আয়োজন করেন এবং সংগ্রীহিত টাকা আত্মসাত করেন বলেও লিগ্যাল নোটিশে অভিযোগ আনা হয়। এব্যাপারে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ায় প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও সাধারণ সদস্যরা অভিযোগ করেন। এদিকে লিগ্যান নোটিশের উপযুক্ত জবাব না দিয়ে সভাপতি এম.এ হায়দার সরকার কার্যনির্বাহী কমিটির কোন মিটিং আহ্বান ছাড়াই এম.আর নাসিরকে বহিষ্কারের নোটিশ দেন। এ ঘটনায় সাধারণ সদস্যরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
টঙ্গী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শেখ আজিজুল হক জানান, এই বহিষ্কারের ব্যাপারে কমিটির অধিকাংশ সদস্য অবগত নন এবং তারাও বিষয়টি জেনে বিষ্ময় প্রকাশ করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক যোগসাজশ করে অবৈধভাবে ইস্যু করা এই বহিষ্কারের নোটিশ অবিলম্বে প্রত্যহার করা না হলে অনাস্থা প্রদানসহ কঠোর কর্মসূচী নেয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
আরো জানতে…..
‘বন্যার্তদের টাকা আত্মসাতের’ অভিযোগ টঙ্গী প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে!