দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক খুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চাপুলিয়ায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশা চালকের নাম জাফর হোসেন (৩৫)। তিনি হাড়িনাল উত্তরপাড়া গ্রামের লেহাজ উদ্দিন মুন্সির ছেলে।
নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে জাফর হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি।
জিএমপি’র সদর থানার এস আই মোসাব্বির হোসেন জানান, ভোরে চাপুলিয়া টেকপাড়া এলাকার একটি রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। ধারালো অস্ত্রের আঘাতের নিহতের ভুড়ি বের হয়ে গেছে এবং ডান পায়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।