টঙ্গীতে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা করে স্বামী আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে শ্বাসরোধ করে স্ত্রী সাজেদাকে (২৯) হত্যার অভিযোগে স্বামী রুবেলকে (৩২) আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে টঙ্গীর মরকুন এলাকার বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদা ব্রাহ্মমবাড়িয়া নবীনগর থানার সূধারামপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। তিনি স্বামীসহ ওই বস্তিতে বসবাস করতেন।
জিএমপির পূর্ব থানার এসআই মানিক মাহমুদ জানান, রুবেল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা এবং যৌতুকের জন্য প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বজনরা সাজেদাকে ঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এসআই আরো জানান, রাত ২টার দিকে লাশ উদ্ধার করা হয়। সাজেদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।