রাজনীতি
সমাবেশকে কেন্দ্র করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠেছে।
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের আগেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলটির নেতাকর্মীদের আটক করা হয় বলে অভিযোগ করেন দলটির নেতারা।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল অভিযোগ করে বলেন, অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।
সমাবেশ শেষে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আমাদের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ