স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে ঢাকার বিভিন্ন হাসপাতালে আর এম ফাউন্ডেশনের প্লাকার্ড
গাজীপুর কণ্ঠ ডেস্কঃ আজ ১০ই অক্টোবর। স্তন ক্যানসার সচেতনতা দিবস। গোলাপি রঙ ধারণ করে এইদিনে স্তন ক্যানসারের ভয়াবহতার বিরুদ্ধে লড়াই করতে আমরা নতুনভাবে শপথ নেই৷ কিন্তু আমাদের সচেতনতা তৈরী হোক প্রতিদিন, প্রতিটি পরিবারে। একজন ক্যানসার আক্রান্ত রোগী আর তাঁর পরিবারই শুধু অনুভব করতে পারবে ব্যয়বহুল এই দূরারোগ্য রোগের চিকিৎসা কতটা জটিল আর অনিশ্চিত। আর এম ফাউন্ডেশন শ্রদ্ধার সাথে স্তন ক্যানসারে মৃত্যুবরণ করা সকলকে স্মরণ করছে। যারা এই মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তাঁদের প্রতিও আমাদের বিনম্র শ্রদ্ধা।
স্তন ক্যানসারের প্রতি সচেতনতা তৈরী করতে ” লজ্জা নয় জানতে হবে, ভয় নয় লড়তে হবে” এই বার্তা নিয়ে রাজধানী ঢাকার জাতীয় নাক, কান, গলা ইনষ্টিটিউট হাসপাতাল, মেট্রোপলিটন মেডিকেল সেন্টার লিমিটেড, আইসিডিডিআর’বি, প্রেসক্রিপশন পয়েন্ট এবং এম এইচ শমরিতা হাসপাতালে প্লাকার্ড বিতরণ করেছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আর এম ফাউন্ডেশন।