বিনোদন

ওয়ার সিনেমার যত রেকর্ড

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল ওয়ার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা গত ২ অক্টোবর মুক্তি পায়।

এতে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন হৃতিক রোশান ও টাইগার শ্রফ। এছাড়াও অভিনয় করেছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ।

বক্স অফিসেও এর তাণ্ডব চলছে। প্রায় তিনশ কোটি রুপি আয় করেছে। পাশাপাশি গড়েছে বেশ কয়েকটি রেকর্ড। চলুন এখন পর্যন্ত ওয়ার সিনেমার গড়া রেকর্ড সম্পর্কে জেনে নিই।

* প্রথম দিন আয়ের বিবেচনায় রেকর্ড গড়েছে ওয়ার। ৫৩.৩৫ কোটি রুপি আয় দিয়ে অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (৫৩.১০) ও থাগস অব হিন্দুস্তান (৫২.৫০ কোটি রুপি) সিনেমার রেকর্ড ভেঙেছে।

* টাইগার শ্রফ অভিনীত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিন হিসাবে সবচেয়ে বেশি আয়। এর আগে বাঘি-টু (২৫.১০ কোটি রুপি) সিনেমার দখলে ছিল এই রেকর্ড।

*ব্যাং ব্যাং (২৭.৫৪ কোটি রুপি) সিনেমার রেকর্ড ভেঙে এখন প্রথম দিনে হৃতিকের সবচেয়ে বেশি আয়ের সিনেমা ওয়ার।

* চলতি বছর প্রথম দিনে সবচেয়ে বেশি আয়। অ্যাভেঞ্জার্স: এন্ড গেম ও ভারত (৪২.৩০ কোটি রুপি) সিনেমার আয় পেছনে ফেলেছে এটি।

* চলতি বছর সবচেয়ে দ্রুত একশ কোটি রুপি আয়। মাত্র তিন দিনে এই মাইলফলক স্পর্শ করেছে।

* চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রোববার সবচেয়ে বেশি (৩৭ কোটি রুপি) আয়।

* প্রথম উইকেন্ডের আয় বিবেচনায় চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এগিয়ে এটি (১৬৬ কোটি রুপি)।অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (১৫৭.২০ কোটি রুপি) ও ভারত (১৫০.২০ কোটি রুপি) সিনেমার আয় পেছনে ফেলেছে।

* এখন পর্যন্ত চলতি বছরের পঞ্চম সর্বোচ্চ আয়ের সিনেমা। এর আগে রয়েছে কবির সিং, উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, ভারত ও মিশন মঙ্গল।

* বাঘি-টু’র মোট আয় পেছনে ফেলে এখন টাইগার শ্রফের সর্বোচ্চ আয়ের সিনেমা।

* হৃতিক অভিনীত তৃতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা। এর আগে আছে কৃষ-থ্রি ও ব্যাং ব্যাং।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button