স্বামীর সঙ্গে থাকছেন না ন্যান্সি
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই ভাঙনের সুর শোনা যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসারে। এ গায়িকা আর তার স্বামীর সঙ্গে থাকছেন না। দুই মাস ধরেই তারা আলাদা থাকছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েক বছরের সংসারের পর গত দুই মাস যাবত আর একসঙ্গে থাকছেন না ন্যান্সি।
জানা গেছে, তাদের মধ্যে বনিবনা না হওয়াতেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজন মিলেই। ন্যান্সি বলেন, বিষয়টি সত্যি। এই মুহূর্তে আমি মংমনসিংহে আছি।
জায়েদ ও আমি দুই মাস ধরে আলাদা থাকছি। অষ্ট্রেলিয়া সফর থেকে দেশে আসার পর থেকেই আমরা একসঙ্গে থাকছি না। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি। বড় মেয়ে রোদেলা থাকছেন ন্যান্সির সঙ্গে আর জায়েদের সঙ্গে থাকছেন ছোট মেয়ে নায়লা।
ন্যান্সি বলেন, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে এখনও। নিয়মিতই আমাদের মধ্যে কথাও হচ্ছে। তবে আলাদা থাকার সিদ্ধান্তটাও আমাদের। ভবিষ্যতে আর কি সিদ্ধান্ত নেব সেটা এখনও বলতে পারছি না।