গাজীপুর
পূবাইলে ‘বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ’সহ এক যুবক আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের হায়দারাবাদ এলাকা থকে ‘বিদেশি পিস্তল ও গুলি’সহ আমানুল্লাহ আমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক আমানুল্লাহ হায়দারাবাদ মাদ্রাসা রোড এলাকার হাসেন আলীর ছেলে।
জিএমপি’র পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে একটি ‘বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ’ আমানুল্লাহ আমানকে হায়দারাবাদ থেকে আটক করা হয়।
আমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।