গাজীপুর
শ্রীপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ আলী ফকির (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামের মৃত সা’দত আলী সরকারের ছেলে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত মোহাম্মদ আলী শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস স্টেশনে দাঁড়ানো ছিল। স্টেশনের সিগনাল বার নামানোর পরও তিনি রেল পথ অতিক্রম করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা চলন্ত তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়।