‘এসএ পরিবহনের মাধ্যমে’ ১৮ হাজার ৭০০ পিস ইয়াবার চালান, র্যাবের জালে আটক ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘এসএ পরিবহনের মাধ্যমে’ ওয়াশিং মেশিনের ভেতরে করে আনা ১৮ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে।
আটক দু’জন হলেন-টাঙ্গাইলের ঘাটাইল থানার জোরাদীঘি এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০) ও সখিপুর থানার সাফিয়াচালা এলাকার ফয়েজ আলীর ছেলে হারুন মিয়া (৩৫)।
গাজীপুরের পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে ওয়াশিং মেশিনের ভেতর ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাঠানো হয়। পরে ওই ইয়াবা ট্যাবেলেটগুলো নিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা সাইদুল ইসলাম ও হারুন মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ইয়াবাগুলো গাজীপুরসহ আশপাশ এলাকায় বিক্রির জন্য আনা হয়েছিল।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।