অবৈধ গ্যাস সংযোগ : হোতাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ও কারাদণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের হোতাপাড়া এলাকায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ গ্রহন এবং অনুমোদনবিহীন যন্ত্রাংশ ব্যবহারের দায়ে কুমিল্লা হোটেল, আল মক্কা রেস্টুরেন্ট এবং এক বাড়িওয়ালাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও অবৈধ ভাবে গ্যাস সংযোগদাতাদের মূল হোতা মোহাম্মদিয়া হোটেলের মালিক বাতেন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে একই এলাকা থেকে ২০ টি বড় সিলিন্ডার, ৭০০ ফিট পাইপ জব্দ করা হয় এবং ৫০০ টি বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, গ্যাস আইন ২০১০ এর ১০(১) ও ১২(১)(২) ধারায় ওই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিতাস গ্যাস গাজীপুর, জয়দেবপুর থানা পুলিশ, এবং ব্যাটেলিয়ন আনসার সহযোগিতা করেন।