‘এসআই পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার ব্যবসা’ দিয়ে এক যুবক আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজেন্দ্রপুরের নয়নপুর এলাকা থেকে পুলিশের ‘এসআই পরিচয়দানকারী’ মো. জুয়েল ওরফে হাফিজ (৩০) নামে এক প্রতারক যুবককে আটক করেছে র্যাব-১।
‘সে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে গ্রেপ্তার বা মামলার ভয় দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিতেন। ধীরে ধীরে এটাই তার ব্যবসা হয়ে দাঁড়ায়েছিল’।
শনিবার সন্ধ্যায় র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক মো. জুয়েল ফরিদপুরের কোতোয়ালী থানার চাঁদপুর এলাকার আব্দুল জলিল শেখের ছেলে।
র্যাব জানায়, রাজেন্দ্রপুরের নয়নপুর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পুলিশের এসআই পরিচয়দানকারী কিছু প্রতারক অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল ওরফে হাফিজকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে এসআই পদবীর দু’টি ভিজিটিং কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, জুয়েল পেশায় একজন ইলেকট্রিক্যাল মেকানিক। এক বছর আগে রাজেন্দ্রপুর এলাকার হোতাপাড়ায় জয়দেবপুর থানার পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। ওই বাসায় বসাবাস করে সে দীর্ঘদিন ধরে থানা এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষকে গ্রেপ্তার বা মামলার ভয় দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিতেন। ধীরে ধীরে এটাই তার ব্যবসা হয়ে দাঁড়ায়।