কাপাসিয়ায় খালের পানিতে ডুবে তিন ছাত্রী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার খিরাটি দক্ষিণ-পূর্বপাড়ায় এলাকায় বানার নামে একটি খালের পানিতে ডুবে তিন ছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে নিহতের স্বজনরা।
নিহতরা হলো- খিরাটি দক্ষিণ-পূর্বপাড়ার মিলন মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সিনথিয়া (১০) ও নার্সারিতে পড়ুয়া সিনহা (৭) এবং তাদের ফুপাতো বোন নরসিংদী সদরের বাগদা এলাকার মনির হোসেনের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী হিমা (১২)।
সিনথিয়া ও সিনহা খিরাটি চরপাড়া কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রী।
কাপাসিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে বানার খালে গোসল করতে যায় ওই তিন বোন। গোসল শেষে সবাই বাড়ি ফিরলেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে বানার খাল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।