অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার বদলি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুরকে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামকে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলকে কক্সবাজার জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেনকে কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসপিপিবএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামকে জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ জেলার শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম কে বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং মিশন হতে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানাকে মানিকগঞ্জ জেলার শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০১৯ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।