কালীগঞ্জে ‘ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে’ এক নারীকে ছুরিকাঘাতে খুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ‘ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে’ বেরোনিকা রোজারিও (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাত খুন করছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উলুখোলায় বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত বেরোনিকা রোজারিও উলুখোলা এলাকার মৃত সমীর রোজারিও স্ত্রী। বেরোনিকা মঠবাড়ি গার্লস স্কুলে আয়ার কাজ করতো।
নাগরি ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু রোজারিও জানান, বেরোনিকা রোজারিও’র বারান্দায় রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সকালে আমাকে এবং পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি তার ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই এলোমেলো অবস্থায় পরে আছে। ধারণা করা হচ্ছে বেরোনিকার বড়িতে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে খুন করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।
উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেরোনিকা রোজারিও’র রক্তমাখা মরদেহ পরে থাকতে দেখি। তার ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই এলোমেলো অবস্থায় পরে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ধারণা করা হচ্ছে বেরোনিকাকে ছুরিকাঘাতে খুন করছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।