গাজীপুর

‘সিএস পর্চায় নদী যেখানে ছিল, জনগণ নদীর সীমানা সেখানে দেখতে চায়’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : একজন সু-নাগরিকের দায়িত্ব নদীর পথ সচল রাখার জন্য কাজ করা। আজ থেকে ৬০/৭০ বছর আগে নদী যেখানে ছিল এবং যেমন ছিল, অর্থাৎ হাইকোর্টের নির্দশনা অনুযায়ী ‘সিএস পর্চায় নদী যেখানে ছিল, জনগণ নদীর সীমানা সেখানে দেখতে চায়। নদী দখলমুক্ত দেখতে চায়’। জাতীয় নদীরক্ষা কমিশন সেই লক্ষেই দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের পিটিআই’র শহীদ আহসান উল্যাহ মাস্টার অডিটোরিয়ামে ‘এসো নদীর গল্প শুনি’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুজিবুর রহমান বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবারই নদী প্রয়োজন, নদীর কাছে সবাই সমান। সভ্যতা, প্রজন্মকে যদি টিকিয়ে রাখতে হয়, নদী বাঁচাতে হবে। আমাদের প্রকৃতি, আমাদের উন্নয়ন সব কিছুর মূলে নদীর পানি। একে দূষণমুক্ত রাখা জরুরি’।

গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মশিউর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপিত মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মুজিবর রহমান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস ছালাম সরকার প্রমুখ।

জাতীয় নদীরক্ষা কমিশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর নদীরক্ষা কমিশন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘এসো নদীর গল্প শুনি’ অনুষ্ঠিত হয়।

 

আরো জানতে…

কালীগঞ্জে চার কোম্পানির দখলে ‘শীতলক্ষ্যার ১৫ একর জমি’, উদ্ধারের দায়িত্ব নিচ্ছে না কেউ!

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button