আলোচিত
মধ্যরাতে আটক হলেন মোহামেডানের লোকমান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেনকে আটক করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১২টার পর লোকমান হোসেনের মণিপুরী পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।
লোকমান হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, লোকমানকে আটকের সময় তার বাসায় অনুমোদনহীন বিদেশি মদ পাওয়া গেছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি রুলেট টেবিল, ৯টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু পাওয়া যায়।