কাপাসিয়ার ‘মাদক সিন্ডিকেটের প্রভাবশালী নেতা’ বেলায়েত হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের বড় ভাই ‘মাদক সিন্ডিকেটের প্রভাবশালী নেতা’ বেলায়েত হোসেন প্রধানকে (৫২) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাতে কাপাসিয়া বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান খাঁন।
আটক বেলায়েত হোসেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তিনি কাপাসিয়া সদরের রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তার এর ছেলে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, কাপাসিয়ার চিহ্নিত মাদক কারবারী সিন্ডিকেটের প্রভাবশালী নেতা বেলায়েত হোসেন। এছাড়াও উপজেলা সদরে স্থাপিত কয়েকটি অবৈধ সিএনজি স্ট্যান্ড থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী প্রায় ২৫০ টি সিএনজি অটোরিকশা থেকে ৮০০ টাকা করে মাসোহারা এবং প্রতিদিন ৭০ টাকা করে চাঁদা আদায় করেন বেলায়েত হোসেন। এবং নতুন কোন সিএনজি অটোরিকশা সড়কে চলাচলের অনুমতি পেতে মিনিমাম ২০ হাজার টাকা চাঁদা দিতে হয় তাকে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।