গাজীপুর

বিদ্যালয়ের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে : শিক্ষা উপ-মন্ত্রী নওফেল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘বিদ্যালয়ের মাঠে আর কোন স্থাপনা নির্মাণ নয়, কোন ধরণের বাণিজ্যিক স্থাপনাও করা যাবে না। বিদ্যালয়ের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে’ বলে জানিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার দুপুরে মহানগরের চান্দনা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নওফেল আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা পুরো শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে জাতীয় করণের আওতায় আনতে চান। যাতে করে আমাদের সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি সহযোগিতায় শিক্ষিত হতে পারে, দক্ষ হতে পারে, নিজের জীবন গড়তে পারে।

চান্দনা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, অধ্যক্ষ আব্দুল বারী, অধ্যক্ষ এম এ বারী, গাজীপুর জেলা মধ্যামিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, গাজীপুর মহানগর আ’লীগের সভাপতি আজমত উল্লাহ খান, চান্দনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার প্রমূখ। সভায় আব্দুল হালিম সরকার বলেন, স্কুল মাঠের পাশে স্থাপনা নয়, স্কুলের মাঠে অভিভাবকদের বসার জন্য আলাদা শেড নির্মাণ করা হয়েছে। আলোচনাসভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

খেলাধুলা ছাড়া সবকিছু হয় রাজবাড়ি মাঠে

কালীগঞ্জে ‘সরকারী স্কুল মাঠে’ অনুমোদন বিহীন মাসব্যাপী মেলার আয়োজন!

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button