বোর্ডবাজার থেকে ১৫ শতাধিক বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকা থেকে ১৫ শতাধিক ফেনসিডিল বোতলসহ দুই ব্যাক্তিকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১।
শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা হলেন দিনাজপুরের বিরামপুর থানার মির্জাপুর এলাকার আব্দুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও একই এলাকার শফীরুদ্দীনের ছেলে মানিক রতন (২৯)।
রোববার র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান,‘শনিবার দিবাগত রাত নয়টার দিকে র্যাব-১ এর একটি আভিযানিক দল বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাকে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করে। পরে ট্রাক থেকে ১৫৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।’
র্যাব আরো জানান, বিল্লাল পেশায় ট্রাক ড্রাইভার। সে প্রায় ১৫ বছর যাবত ট্রাক চালিয়ে আসছে এবং পাশাপাশি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। ফেনসিডিলের ওই চালানটি দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এর আগে তিনি ১২/১৫টি মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে এবং চালান প্রতি ৬০ হাজার টাকা পেত বলে স্বীকার করেছে।
অপরজন হলো বিল্লালের সহযোগী মানিক। তিনি মাদক পরিবহনে বিল্লাককে সহযোগিতা করে। এর আগেও মানিক ৫/৬ বার মাদকের চালান রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করেছে এবং চালান প্রতি তিনি ১৫ হাজার টাকা পেত। এছাড়াও তারা তার নিজ এলাকায় খুচরা মূল্যে মাদক বিক্রি করে থাকে বলে স্বীকার করেছে।