টঙ্গীতে ৩০ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। সে সময় ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এবং মোহাম্মদ মাকসুদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়।
অভিযানকালে পাঁচটি গোডাউন ও একটি পলিথিন শপিং ব্যাগ বোঝাই ট্রাক থেকে আনুমানিক ৩০ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। সে সময় গোডাউন মালিকদের মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ, দিলরুবা আক্তার, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।