রাশিফল

দুর্ঘটনার যোগ তুলার, প্রেমে জড়িয়ে পড়বেন কুম্ভ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের ঝোঁকের ফলে ভালোবাসার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের বাড়াবাড়ির কারণে অপবাদগ্রস্ত হতে পারে। শ্বাসের আক্রমণ হতে পারে।

বৃষ : রাহু ও কেতু একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের পুত্র-কন্যার বিবাহের যোগ রয়েছে। বিদেশ ভ্রমণ কালে বাধাবিপত্তি দেখা দিতে পারে।

মিথুন : মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীনস্থ ব্যক্তিদের পুরনো শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।

কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, স্ত্রীর সাথে মতান্তর ঘটবে। তবে সুখকর দৈহিক মিলনের ফলে কর্কট জাতকের সম্মান রক্ষা পাবে।

সিংহ : বুধ লগেড়বর দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পরিবারের দারিদ্র্য দূর হবে। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভ যোগ বিদ্যমান।

কন্যা : অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে কন্যারাশি জাতকের এ-সপ্তাহটা নতুন বড় কাজের ফলে দাম্পত্যজীবনে আনন্দের ঢেউ বয়ে যাবে।

তুলা : জাতক দানকর্মাদির জন্য বন্ধু-বান্ধবের সাহায্য পাবেন। শীতবস্ত্র বিতরণের জন্য দূরের যাত্রা অশুভ। কারণ পথে তস্কর বা দুর্ঘটনার যোগ রয়েছে।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে এক নতুন পথের আভাস পাবেন। ফলে পুরনো কর্মস্থল থেকে নতুন স্থানে যেতে হতে পারে।

ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে, জাতক সামাজিকভাবে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। তবে রাজরোষের সম্ভাবনা রয়েছে।

মকর : জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে, অর্থোপার্জনের ক্ষেত্রে অপর কারও থেকে সাহায্য পাবেন। টাকা লগ্নির বিষয়ে সচেতন হোন।

কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে, জাতক প্রেমে জড়িয়ে পড়বেন। তবে অসম প্রেম কিছুতেই সুফল বয়ে আনবে না।

মীন : ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে কর্ম ক্ষেত্রে অশান্তি দেখা দেবে। তবে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে নারীকর্মীর সহযোগিতায় রক্ষা পাবেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button