আন্তর্জাতিক

মহারাষ্ট্রের পুলিশ-মাওবাদী গুলির লড়াই, মৃত্যু অন্তত ২৬ মাওবাদীর

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের গড়চিরৌলি জেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

ভারতীয় গণামধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শনিবার সকালে জেলাটির মারদিনতলা বনের কোরচি এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ সুপার (এসপি) অঙ্কিত গোয়েল জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডের নেতৃত্বে পুলিশের সি-৬০ কমান্ডো দল একটি তল্লাশি অভিযান চালানোর সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গোলাগুলি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

“এখনও পর্যন্ত বন থেকে ২৬ জন নক্সালের (মাওবাদী) লাশ উদ্ধার করা হয়েছে,” বলেছেন গোয়েল।

শেষ খবর পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা না গেলেও তাদের মধ্যে বিদ্রোহীদের একজন শীর্ষ নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাওবাদী এক নেতার উপস্থিতির খবর পেয়েই সি-৬০ কমান্ডোরা অভিযানে নামে।

গোলাগুলিতে পুলিশের কমান্ডো দলটির চার সদস্য গুরুতর আহত হয়েছেন। ‍চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের নিকটবর্তী নাগপুর শহরে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ছত্তিশগড় রাজ্যের সঙ্গে মহারাষ্ট্রের সীমান্তে গড়চিরৌলি জেলাটির অবস্থান। ঘটনাস্থলটি মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button