আলোচিতজাতীয়

ট্রেনযাত্রীদের যোগাযোগ উন্নত ও আধুনিক করতে কাজ করছে সরকার : রেলমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ট্রেনযাত্রীদের যোগাযোগ উন্নত ও আধুনিক করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রেলপথ মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের গরিব-দুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটান। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনঃগঠনের কাজ করছিলেন। কিন্তু দেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সেই কাজ এগিয়ে নিতে দেয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে এই গোষ্ঠী সপরিবারে হত্যা করে। এতে পিছিয়ে যায় দেশের সব উন্নয়ন কর্মকাণ্ড। বিশেষ করে এদেশের রেল বিভাগ হয়ে পড়ে সবচেয়ে বেশি অবহেলিত।’

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ধ্বংসপ্রায় রেল বিভাগকে নতুন করে চাঙ্গা করেন। তিনি রেলপথকে আধুনিক ও এর উন্নয়নে বহুমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। এই পরিকল্পনার ধারাবাহিকতায় আজ উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ঈশ্বরদী-ঢাকা রেলপথে এখন ডাবল লাইন চালু করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীতে বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে শুধু ট্রেন যাতায়াতের জন্য একটি পৃথক সেতুন নিমার্ণ কার্যক্রম বাস্তবায়ন করছেন।’

রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মগুলো ছিল খুবই নিচু। এতে ট্রেন থেকে যাত্রীদের ওঠা-নামায় অনেক অসুবিধা হতো। স্টেশনগুলোতে শিশু বাচ্চাদের মায়ের দুধ পান করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। ফ্লাটফর্মগুলোও ছিল ট্রেনের তুলনায় অনেক ছোট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন সরকারের রেভিনিউ খাতের অর্থ থেকে প্রতিটি স্টেশনের ফ্লাটফর্ম উঁচুকরণ, সম্প্রসারণ, শেড নিমার্ণ এবং শিশু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য ফিডিং সেন্টার নিমার্ণের ব্যবস্থা নিয়েছি।’

এ সময় তিনি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আবেদনের পরিপ্রেক্ষিতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ও নীলফামারী এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রা বিরতির ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে উল্লাপাড়া স্টেশনে আরও একটি আইল্যান্ড ফ্লাটফর্ম নিমার্ণ করা হবে বলেও উল্লেখ করেন রেলমন্ত্রী।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button