আন্তর্জাতিকআলোচিত

ছেলেকে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন।

শুক্রবার বিকেলে কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক মুকুল রায় ও তাঁর ছেলে সাবেক বিধায়ক শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দেন।

আজ মুকুল রায় ও শুভ্রাংশু রায়কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকুল আমাদের ঘরেরই ছেলে। ওর সঙ্গে কোনও মতবিরোধ নেই। এমনকি বিধানসভা নির্বাচনের সময়েও মুকুল তৃণমূলের বিরুদ্ধে একটি কথাও বলেনি। আসলে, বিজেপি এমন একটা দল, যা করা যায় না। বিজেপি আম জনতার দল নয়।’ বিজেপিকে জমিদারদের দল বলেও মন্তব্য করেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি সাফ জানান, ‘নির্বাচনের সময়ে মুকুল আমাদের দলবিরোধী একটাও কথা বলেনি। যারা নির্বাচনের সময় গাদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গিয়েছেন এবং গাদ্দারি করেছেন, তাঁদের আমরা নেবো না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। মুকুলের সঙ্গে অনেকেই চলে গিয়েছিলেন। মুকুল চলে আসায়, তারাও চলে আসতে চাইবেন। কিন্তু, যারা চরমপন্থী, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেবো না।’

মুকুল রায় দলে ফিরে আসায় দল কতটা শক্তিশালী হবে এই প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল আগে থেকেই শক্তিশালী। আপনারা দেখেছেন নির্বাচনে আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছি। মুকুল আমাদের পুরোনো পরিবারের ছেলে। ওকেও অনেক চমকে ধমকে এজেন্সি দেখিয়ে ওঁর ওপরেও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেলো। কারণ ওঁর শরীরটাও দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছে। হয়তো মুখে বলতে পারছিল না। বিজেপি করা যায় না। বিজেপিতে যারা আছেন তাঁদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তাঁরা যে তাঁরা কোনও মানুষকে ভালোভাবে মনুষত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলের চলে আসাটা এটাই প্রমাণ।’

আজ তৃণমূলে যোগদান করার পরে মুকুল রায় বলেন, ‘নতুনদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। আর বাংলাকে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

২০১৭ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। ২০১৯ সালের ২৮ মে বিজেপিতে যোগ দেন বীজপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার প্রায় ৩ বছর পরে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর তাঁকে সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়। এবার ফের তিনি তৃণমূলে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের সৃষ্টি এবং একইসঙ্গে ওই ঘটনা বিজেপি’র জন্য এটি বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।#

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button