গাজীপুর

গাজীপুরে আরও ১২৪ জনের করোনা শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১২৪ জন নতুন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৪১৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩.৩৭ শতাংশ।

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ২১৪ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ হাজার ৮৫১ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ১৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ১০৪ জন।

আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৭৫ জন, শ্রীপুরে ২৩ জন কালিয়াকৈরে ১৮ জন এবং কাপাসিয়ায় ৮ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৪৫৩ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ২৬ জন, শ্রীপুরে ৯৫৯ জন, কালীগঞ্জে ৭৬৫ জন এবং কাপাসিয়ায় ৬৪৮ জন।”

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button