
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র তথ্য ও গণসংযোগ বিভাগে সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন কালীগঞ্জের মোহাম্মদ আল-আমিন খান।
বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধির দাপ্তরিক আদেশে সোমবার (২২মার্চ) তাকে তথ্য ও গণসংযোগের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
এর আগে ২০১৫ সালে তিনি বাউবিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’র প্রচার সম্পাদকের দায়িত্ব পাল করছেন।
সহকারী পরিচালক আল-আমিন-এর বাড়ি কালীগঞ্জ উপজেলার মাজুখান এলাকায়। তার পদোন্নতিতে বিশ্ববিদ্যালয়েরর বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অভিনন্দন জানিয়েছেন।
আরো জানতে….
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সমিতির প্রচার সম্পাদক কালীগঞ্জের আল-আমিন