আইনজীবী সমিতির নির্বাচন: সিদ্দিকুর রহমান সভাপতি ও জাকিরুল সা.সম্পাদক পদে বিজয়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২১-২২) সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৫ পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (নীল প্যানেল) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয পরিষদ মনোনীত (সাদা প্যানেল) প্রার্থীরা অন্য সম্পাদকীয় পদসহ ১৭ পদে জয়ী হয়েছেন।
ভোটগণনা শেষ শুক্রবার (৫ মার্চ) সকালে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আছলাম হোসেন বেসরকারিভাবে ওই ফল ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ীরা হলেন সভাপতি- মোঃ সিদ্দিকুর রহমান (প্রাপ্ত ভোট ৮২২) এবং সাধারণ সম্পাদক- মোঃ জাকিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৯১৬)।
সদস্য পদে-কামরুল হাসান (রাসেল) (প্রাপ্ত ভোট ১০৪৫), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (প্রাপ্ত ভোট ৮৬০) ও আশফাক হোসেন গাজী (প্রাপ্ত ভোট ৮৬২)।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আলহাজ মোঃ মোস্তফা জামান (প্রাপ্ত ভোট ৮৫৩) ও মোঃ আবুল আসাদ (প্রাপ্ত ভোট ৮৪৩), সহ-সাধারণ সম্পাদক রাজীবুল আলম (রাখি) (প্রাপ্ত ভোট ৮১৬), কোষাধ্যক্ষ মো: বিল্লাল হোসেন সরকার (প্রাপ্ত ভোট ১০৬১), লাইব্রেরি সম্পাদক ইসমাইল হোসেন (প্রাপ্ত ভোট ৯৯৬), অডিটর মোহাম্মদ মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ৯৪১), সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মালেক (প্রাপ্ত ভোট ৮৯৪), ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৯১০) এবং মহিলা সম্পাদিকা কামরুন নাহার ববি (প্রাপ্ত ভোট ১০২৮)।
সদস্য পদে মোস্তাফিজুর রহমান বাহাদুর (প্রাপ্ত ভোট ১০৩২), মো: মিনহাজ উদ্দিন (সুমন) (প্রাপ্ত ভোট ১০২০), নিলুফা ইয়াসমিন সুমী (প্রাপ্ত ভোট ১০১৩), মোহাম্মদ সোহেল রানা (প্রাপ্ত ভোট ৯৯৭), মোঃ আদনান মামুন (প্রাপ্ত ভোট ৯৭৪), নূরুল আমিন (প্রাপ্ত ভোট ৮৯৫), মোহাম্মদ মাহবুব হাসান (প্রাপ্ত ভোট ৮৬৩) ও মোঃ রুহুল আমীন (প্রাপ্ত ভোট ৮৫৮)।
আওয়ামী পন্থি সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন সুদীপ কুমার চক্রবর্তী (প্রাপ্ত ভোট ৭৪২) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বেলায়েত হোসেন চৌধুরী (প্রাপ্ত ভোট ৬৫৮) ।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আছলাম হোসেন বলেন, গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১৭৭৬ জন ভোটারের মধ্যে ১৬২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।
আরো জানতে…..
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ছোবহান সভাপতি ও জাকির সা.সম্পাদক পদে বিজয়ী