আলোচিতসারাদেশ

হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বন্য হাতির আক্রমণে জেলার চকরিয়ায় ফরিজা খাতুন (৫০) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। এসময় তার বাড়ির আঙিনায় থাকা একটি মোটরসাইকেলও ভেঙে ফেলে হাতিটি। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন আহত বৃদ্ধার ছেলে মিনারুল ইসলাম।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপির ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুরাজপুরের এ ঘটনা ঘটেছে।

তবে থানায় জিডি করার পর সোমবার (২১ ডিসেম্বর) সোমবার বিষয়টি জানাজানি হয়।

আহত ফরিজা খাতুন (৫০) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপির ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুরাজপুরের বদিউজ্জামানের সহধর্মিনি বলে জানা গেছে।

অভিযোগকারী মিনারুল ইসলাম বলেন, ‘শনিবার রাত প্রায় ৯টার দিকে মা টিউবওয়েলে পানির জন্য গেলে দলছুট এক বন্যহাতি মাকে হামলা করেছে। এতে মা গুরুতর আহত হন।’

এছাড়া এসময় বাড়ির আঙিনায় থাকা একটি মোটরসাইকেলও ভেঙে দেয় হাতিটি। এসময় তার মায়ের চিৎকারে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে এসে হাতিটিকে বনের ভিতর তাড়িয়ে দেন। বর্তমানে ওই বৃদ্ধা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন, ‘বন্যহাতি আক্রমণে এক বৃদ্ধা আহত হয়েছেন। এঘটনায় আহতের ছেলে বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button