কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ দু’জনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার দস্যুনারায়নপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া-গোসিঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর নলুয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে তুষার (২৬) এবং কাপাসিয়ার দস্যুনারায়নপুর এলাকার স্বপন চন্দ্র দেবনাথের ছেলে রুদ্র চন্দ্র দেবনাথ (সাড়ে ৭)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, তুষার কাপাসিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে গোসিঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে দস্যুনারায়নপুর এলাকায় শিশু রুদ্র সড়ক পার হওয়ার জন্য হঠাৎ দৌড় দেয়। এ সময় তুষার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দিয়ে রুদ্রকে ধাক্কা দেয় এবং নিজেও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা দু’জনকে আহতাবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিকেলে হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।