
গাজীপুর কণ্ঠ ডেস্ক : অবশেষে মারা গেলেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা না পাওয়া বীর ‘মুক্তিযোদ্ধা’ ফজলুল হক ফকির (৮৫)।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তিনি তাঁর বাড়িতে মারা গেছেন।
মৃত বীর ‘মুক্তিযোদ্ধা’ ফজলুল হক ফকির কাপাসিয়া উপজেলার খোদাদিয়া এলাকার বাসিন্দা।
এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে তাঁকে ওই হাসপাতালে নিয়ে গেলে শয্যা খালি না থাকায় নার্সরা হাসপাতালের মেঝেতে শয্যা পেতে দেন। স্ট্রোকের রোগী থাকায় সেখানে অবস্থান করার মতো পরিবেশ ও হাসপাতালে চিকিৎসক উপস্থিত না থাকায় তাঁকে সে সময় বাড়ি নিয়ে যায় স্বজনরা।
নিহতের পুত্রবধূ সুলতানা বেগম বলেন, ‘বীর ‘মুক্তিযোদ্ধা’ ফজলুল হক ফকির বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তাঁর বাড়িতে মারা গেছেন। এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা না পেয়ে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। বুধবার ১৬ই ডিসেম্বরের বন্ধ থাকায় অন্য কোন হাসপাতালে নেওয়া হয়নি’।
এর আগে বীর ‘মুক্তিযোদ্ধা’ ফজলুল হক ফকিরের ছেলে আব্দুল আল মামুন ফকির জানিয়েছিলেন, ‘তাঁর বাবাকে মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে ওই হাসপাতালে নিয়ে যান। সে সময় হাসপাতালে চিকিৎসক ছিলেন না। পরে তাঁকে সেখানকার কেবিনে বেড দিতে বললে জরুরি বিভাগ থেকে জানানো হয় হাসপাতালের কোনো বেড খালি নেই। মুক্তিযোদ্ধা পরিচয় দিলে তাঁকে নার্সরা মেঝেতে শয্যা পেতে দেন। স্ট্রোকের রোগী নিয়ে সেখানে অবস্থান করার মতো পরিবেশ ও হাসপাতালে চিকিৎসক উপস্থিত না থাকায় সেখান থেকে বাবাকে নিয়ে চলে যাই।’
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক তপন কান্তি সরকার জানিয়েছিলেন, “জরুরি বিভাগ কখনও ডাক্তারহীন হয় না। হয়ত ওই সময় জরুরি কোনো কাজে হাসপাতালের অন্যত্র ছিলেন।”
এ সংক্রান্ত আরো জানতে…………..
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা পেল না ‘মুক্তিযোদ্ধা’