কালীগঞ্জে ‘আবুল খায়ের গ্রুপের’ কারখানায় বালু চাপায় এক শ্রমিকের মৃত্যু!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় অবস্থিত ‘আবুল খায়ের গ্রুপের’ সিরামিক কারখানায় বালু চাপা পড়ে আবুল হাসেম আইয়ুব (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত পৌণে এগারোটার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হাসেম বালীগাঁও এলাকার মৃত শের আলীর ছেলে। তিনি ‘আবুল খায়ের গ্রুপের’ সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার ভোর ৬ টায় কাজে যোগ দিতে কারখানায় যায় আবুল হাসেম। কাজ শেষে নির্ধারিত সময় দুপুর ২ টার পরও হাসেম বাড়ি ফিরে আসেনি। তাই বিকেলে ওই কারখানায় তার খোঁজ নিতে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সিরামিক তৈরির জন্য কারখানায় রাখা বালুর নিচ থেকে রাত ৯ টার দিকে তার দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দুই পা ভাঙ্গা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

‘আবুল খায়ের গ্রুপের’ কালীগঞ্জ শিল্প ইউনিটের মানব সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘এ বিষয়ে কোন তথ্য জানা নেই’।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সজল চন্দ্র দাশ বলেন, সোমবার রাত পৌণে এগারোটার দিকে আবুল হাসেমকে মৃত অবস্থায় তার ছেলে শরীফ ও ‘আবুল খায়ের গ্রুপের’ কয়েকজন শ্রমিক হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আর্শাদ মিয়া বলেন, হাসপাতাল থেকে রাতে নিহত আবুল হাসেমর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, আবুল হাসেম ‘আবুল খায়ের গ্রুপের’ সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বলেন, মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।