গাজীপুরে ট্রাকচাপায় শিল্প পুলিশের এসআই সাইফুর রহমানের মূত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে ট্রাকচাপায় সাইফুর রহমান (৫০) নামে শিল্পাঞ্চল পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী পুলিশ কনস্টেবল তৌহিদুর রহমান তুহিন (৪০) আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই সাইফুর রহমান শিল্পাঞ্চল পুলিশ-২ এর চন্দ্রার বেক্সিমকো পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও সদরের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।
জিএমপি ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুরে মেট্টোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম বলেন, শনিবার বিকেলে বেক্সিমকো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুর রহমান এবং কনস্টেবল তৌহিদুর রহমান তুহিন মোটরসাইকেলযোগে ওই ক্যাম্প থেকে শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যায় ঢাকা বাইবাস সড়কে মোগরখাল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।
দুর্ঘটনায় এসআই সাইফুর রহমান বুকে এবং কনস্টেবল তুহিন ডান হাতে প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমানকে মৃত ঘোষণা করেন। কনস্টেবল তুহিন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ট্রাক চালক ও তার হেল্পারকে আটক করা হয়েছে। আটক চালক ভোলার লালমোহন থানার পন্ডিতবাড়ি এলাকার হারুন সিকদারের ছেলে মো. আরিফ (২০) এবং হেল্পার নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের ওসমান গণির ছেলে আমজাদ হোসেন (১৯) ।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত সাকিবুর রহমান বলেন, নিহত সাইফুর রহমান ১৯৯২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি শিল্পাঞ্চল পুলিশের চন্দ্রার বেক্সিমকো পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।তিনি ঠাকুরগাঁও সদরের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল তৌহিদুর রহমান তুহিন টাঙ্গাইলের ধনবাড়ী থানার কাঠালবাড়ি এলাকার বাসিন্দা।
গাজীপুরে মেট্টোপলিটনের সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার পর শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।