গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত ও জাল নোটসহ ২ প্রতারক গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বাসন থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রন্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত এবং ২ লাখ ৬৩ হাজার মূল্যমানের জাল নোটসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে জিএমপি পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জিএমপি’র উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর ও মিডিয়া) জাকির হাসান।
গ্রেপ্তারা ডাকাতরা হলো- মহানগরের চান্দনা মধ্যপাড়া আরিফ হোসেন (২২) জয়পুরহাটের কালাই থানার আগলাপড়া এলাকার সোহেল (২৮), নোয়াখালী সোনাইমুড়ি থানার বিজয়নগর এলাকার সুমন মিয়া (২৮), জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মিজান (২৯), ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া এলাকার শহিদুল্লাহ (২৪) কুমিল্লার হোমনা থানার অনন্তপুর ভূইয়াবাড়ি এলাকার শাহজালাল (২৪)। সোহেল, সুমন, মিজান, শহিদুল্লাহ ও শাহজালাল বাসন থানা এলাকায় ভাড়ায় বসবাস করেন।
জালনোটসহ গ্রেপ্তার প্রতারকরা হলো- কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতওয়াপাড়া এলাকার মাজহারুল ইসলাম (২২) এবং একই জেলা ও থানার হাত্ররাপাড়া বড়বাড়ী এলাকার শাপলা আক্তার (২৩)।
প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে বাসন থানার চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ওই ৬ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৩টি চাপাতি. ২টি ছোরা, ১টি লোহার রড ও রশি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বাসন থানার মামলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, অপরদিকে শুক্রবার ভোর ৪টার দিকে চান্দনা এলাকার জনৈক মিজানুর রহমান বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাজহারুল ইসলামকে ২ লাখ ৬০ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ এবং দিঘিরচালা এলাকা থেকে ৩ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ শাপলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।