নাওজোড় এলাকায় ট্রাক চাপায় ২ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের নাওজোড় এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌণে ১১টার দিকে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম (২২) দিনাজপুরের ফুলবাড়ি থানার চকিয়েপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি নাওজোর এলাকায় ভাড়ায় বসবাস করে অটোরিকশা চালাতো। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
গাজীপুর মেট্টোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো: শাহাদাত হোসেন ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত পৌণে ১১টার দিকে নাজিম তার অটোরিকশায় একজন যাত্রী নিয়ে নাওজোড় এলাকার ইসলামপুর সড়ক থেকে ঢাকা বাইপাস সড়কে ওঠে ভোগড়া বাইপাসের দিকে যাওয়ার সময় হঠাৎ অটোরিকশাটি উল্টে যায়। এসময় বিপরীত দিক আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুসড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
এসআই মো: শাহাদাত হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।