আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। টেলিফোনের মাধ্যমে এই বোমা হামলার হুমকি দেয়া হয়। এই হুমকি পাওয়ার পর টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে।
বুধবার স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক মুখপাত্র এই তথ্য জানান।
এছাড়াও আইফেল টাওয়ার ফিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়ছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
ওই মুখপাত্র জানান, অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের কাছে ফোন করে টাওয়ারে বোমা হামলার হুমকি দিয়েছে। এরপর সতর্কতার জন্য এখন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।
এ বিষয়ে প্যারিস পুলিশ জানায়, বোমা হামলার হুমকি পাওয়ার পর আইফেল টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। তিনিও এর বেশি কিছু জানাননি।
এদিকে ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম জানায়, টাওয়ারের নীচে রাস্তাগুলো এবং সীন নদীর ওপারে ট্রোকাডেরো প্লাজা পর্যন্ত ব্রিজটিকে ঘিরে রেখেছে পুলিশ।
এই আইফেল টাওয়ারটির বয়স ১৩১ বছর। প্রতিদিন প্রায় ২৫ হাজার পর্যটক এই টাওয়ার দেখতে আসে। করোনা মহামরীর কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর সম্প্রতি তা খুলে দেয়া হয়। তবে ভ্রমণের বিধিনিষেধ থাকায় এই বছর পর্যটক হ্রাস পেয়েছে।