স্বল্প ভ্রমণে প্রাপ্তি যোগ কন্যার, দাম্পত্য কলহ লেগে থাকবে মীনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : সামনে চাকরিপ্রাপ্তি যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : পেটের পীড়ায় মনে অতৃপ্তি কাজ করবে। স্ত্রীর ঠান্ডাজনিত রোগ হবে এবং বিদেশযাত্রা যোগ আছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন।
মিথুন : চর্ম ও ঠান্ডাজনিত রোগ আক্রমণ করতে পারে। স্ত্রীর চাকরিতে নিকট ভবিষ্যতে পদোনড়বতি যোগ আছে এবং আয় বাড়তে পারে।
কর্কট : স্ত্রী চর্মরোগে কষ্ট পাবে। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ : আয় বাড়বে। সঙ্গে সঙ্গে চর্মরোগ ভোগাবে। মায়ের ঠান্ডা লাগতে পারে।
কন্যা : স্নায়ু দুর্বলতা ও রক্তচাপজনিত রোগ থাকবে। স্বল্প ভ্রমণে প্রাপ্তি যোগ আছে। সন্তানের বিদেশযাত্রা যোগ আছে।
তুলা : সামান্য আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক : ঠান্ডায় গায়ে ব্যথা বাড়েব। বিদেশযাত্রা যোগ আছে। আত্মীয়রা নিয়ন্ত্রণে থাকবে।
ধনু : দ্রুত বিদেশযাত্রা হবে। আয় ও ব্যয় উভয়ই বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার পরিবেশ আসবে।
মকর : চর্মরোগে কষ্ট দেবে। তবে কিছু অর্থ সঞ্চয় হবে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন।
কুম্ভ : বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। বিদেশযাত্রা পক্ষে আছে। তবে ব্যয় বাড়তে পারে।
মীন : স্ত্রীর জন্য দাম্পত্য কলহ লেগে থাকবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। চাকরিক্ষেত্রে সম্মান বাড়ার সম্ভাবনা আছে।