গাজীপুর

গাজীপুরে আরও ৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ৩৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই বৃদ্ধির জেরে গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭০৪ জন। কোভিড-১৯-শনাক্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০ জন’।

৩৩ হাজার ৬৫৩ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার (২৪ আগস্ট) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক।

গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৮১৩ জন, শ্রীপুরে উপজেলায় ৫৬৫ জন, কালিয়াকৈর উপজেলায় ৫৪৯ জন, কালীগঞ্জে ৪৪১ জন এবং কাপাসিয়ায় ৩৩৬ জন।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ২০৭ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৩৪ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ২০ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ৫ জন, শ্রীপুরে ২ জন এবং কালীগঞ্জে ২ জন’।

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ৩৩ হাজার ৬৫৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ হাজার ৭০৪ জনের। কোভিড-১৯-এ এ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের’।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button