ভ্রমণে দুর্ঘটনা যোগ মেষের, সংসারে ঝামেলা দেখা দিতে পারে সিংহের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ঠান্ডাজনিত রোগ বাড়বে। যন্ত্রাংশে খরচ বাড়বে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
বৃষ : সন্তানের ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিকাদারি ব্যবসায় উনড়বতি হবে। আয় বাড়বে।
মিথুন : মায়ের বাতের রোগ বাড়বে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব-ঝামেলা যোগ আছে। ঠিকাদারি ব্যবসার কাগজপত্র স্বাক্ষর হবে।
কর্কট : স্বল্প ভ্রমণ বিপজ্জনক হবে। ছোট ভাইবোনের দুর্ঘটনা যোগ আছে। বাবার স্বাস্থ্যের যতড়ব নিন।
সিংহ : আয় বাড়বে। তবে সংসারে ঝামেলা দেখা দিতে পারে। স্ত্রীর আয়ে দ্বন্দ্ব ও গোলমাল হবে।
কন্যা : ঠান্ডায় গায়ে ব্যথা বাড়বে। প্রকাশ্য শত্রুরা গায়ে আঘাত করতে পারে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
তুলা : আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান থাকুন। রোগের জন্য অস্ত্রোপচার হতে পারে। ভ্রমণে বিপদ ঘটতে পারে।
বৃশ্চিক : সন্তানের দুর্ঘটনা যোগ আছে। ব্যাংকের হিসাবে গোলমাল দেখা দেবে। আশা পূরণ দেরিতে হবে।
ধনু : মায়ের গায়ে ব্যথা ও দুর্ঘটনা ঘটতে পারে। কর্মব্যস্ততা দেখা যায়। কিন্তু দ্বন্দ্ব ও ঝামেলা বাধতে পারে।
মকর : আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। তবে বিপজ্জনক হবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কুম্ভ : আয় বাড়তে পারে। তবে সংসারে ঝামেলা দেখা দিতে পারে। স্ত্রীর আয় বাড়বে।
মীন : বিদ্যুৎ ও আগুন থেকে বিপদ ঘটতে পারে। স্ত্রীর ভ্রমণে বিপদ দেখা যায়। গায়ের আঘাত এড়িয়ে চলুন।