
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়িতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার ওই বাড়িতে লাশ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, ‘সেখানে একটি কুড়াল পাওয়া গেছে। হত্যাকাণ্ডে সেটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ ঘটনায় নিহতরা হলেন—মাস্টার পাড়ার এলাকার গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম বুচি (৩৭), ছেলে তাজেল (১৩) ও মেয়ে সাদিয়া (৯)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, ‘ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিড়ে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।’