গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি
গাজীপুরে ফার্মেসীতে অননুমোদিত ঔষধ, ২৪ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের শহীদ নেয়ামত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে থেকে বিপুল পরিমান অননুমোদিত ঔষধ জব্দ করে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ‘ঔষধ(ড্রাগ) আইন, ১৯৪০’ অনুযায়ী মহানগরের শহীদ নেয়ামত সড়ক এলাকার ৫ টি ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল স্যানিটাইজার, নকল জীবানুনাশক, ডাক্তারকে দেয়া স্যাম্পল ঔষধ, অননুমোদিত বিদেশী ঔষধ ও সরকারি হাসপাতালের বিনামূল্যের ঔষধ জব্দ করা হয় এবং ৫ টি পৃথক মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন গাজীপুরের ড্রাগ সুপার এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।