গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।
বুধবার (২৪ জুন) কোভিড-১৯ শনাক্তের বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম নিজেই জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম বলেন, ‘গত ২০ জুন উপসর্গ থাকায় নমুনা দেই। পরে ২২ জুন পাওয়া রিপোর্ট অনুযায়ী আমার নমুনায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানতে পারি। বর্তমানে আমি সুস্থ আছি এবং হোম আইসোলশনে রয়েছি’।
উল্লেখ্য: (বিসিএস) ২৮ তম ব্যাচের এই কর্মকর্তা গত ৬ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি গাজীপুরে যোগদান করেন। গত ৭ জানুয়ারি থেকে তিনি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব কে. এম. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবুল কালামকে (১৬৫২৪) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়।