গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে রোগীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক রোগীর (৫২) মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম।
মৃত ব্যক্তি গাজীপুর মহানগরের ভোরা এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি শনিবার (২০ জুন) সকাল পৌণে ৯ টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ভর্তির প্রায় ২৪ ঘন্টা পর রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা গেছেন।
কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এখানো পাওয়া যায়নি।
এ সংক্রান্ত আরো জানতে…………..
গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে ব্যবসায়ীর মৃত্যু
কোভিড-১৯: নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু!
কোভিড-১৯ : গাজীপুরে ৪ ঘন্টার ব্যবধানে হাসপাতালে ৩ রোগীর মৃত্যু!
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে রোগীর মৃত্যু
গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পঞ্চম রোগীর মৃত্যু
কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু