মিথুনের মনে অতৃপ্তি বিরাজ করবে, কন্যার স্ত্রীর আয় বাড়বে

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : পরিবারে কোনো নতুন সদস্যের উপস্থিতি ঘটবে। আয় বাড়বে। তবে ঠান্ডা লাগার প্রবণতা থাকবে।
বৃষ : ডায়াবেটিস রোগ বাড়বে। খাবারে ব্যয় বাড়বে। সংসারে অতৃপ্তি থাকবে।
মিথুন : স্নায়ু ও হৃদরোগ বাড়বে। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে। তবুও মনে অতৃপ্তি বিরাজ করবে।
কর্কট : খাদ্য ও যানবাহনের ব্যবসায় গতি পাবে। অর্থ সঞ্চয় হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
সিংহ : পিতার ঠান্ডা ও ডায়াবেটিস বাড়বে। নৌযান ও খাদ্যদ্রব্যের ব্যবসা শুভ হবে। দূরের যাত্রা শুভ।
কন্যা : স্ত্রীর আয় বাড়বে। পিতার যৌনরোগ বাড়বে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ হবে।
তুলা : স্ত্রীর ঠান্ডা ও মেয়েলি রোগ বাড়বে। মধ্যম ভ্রমণ যোগ আছে। তবে স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক : যৌনরোগ বাড়বে। পাওনা টাকা সামান্য উদ্ধার হতে পারে। স্ত্রীর ডায়াবেটিস বাড়তে পারে।
ধনু : প্রেমে সামান্য কৃতকার্য লাভ হবে। তবে ডায়াবেটিস বাড়ার আশঙ্কা আছে। স্ত্রীর রোগের জন্য ব্যয় বাড়বে।
মকর : মায়ের ডায়াবেটিস ও ঠান্ডা রোগ বাড়বে। প্রেমে আংশিক সাফল্য আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ : স্বল্প ভ্রমণ আনন্দদায়ক হবে। মায়ের রোগভোগ থাকবে। ছোট ভাইবোনের ভ্রমণ যোগ আছে।
মীন : সংসারে আনন্দ উৎসব হবে। আয় বাড়বে। ছোট ভাইবোনের স্বাস্থ্যের যত্ন নিন।