কোভিড-১৯: গাজীপুরে সংক্রমণের সঙ্গে বেড়ে চলছে মৃত্যুও, শনাক্ত আরও ৩৭ জন, মৃত্যু ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে কোভিড-১৯ সংক্রমণের সঙ্গে বেড়ে চলছে মৃত্যুর গতিও। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৭ জন। আর মূত্যু হয়েছে আরও ৩ জনের। সব মিলিয়ে পুরো জেলায় শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত গাজীপুরে কোভিড-১৯-এ মোট মৃত্যু হয়েছে ২৮ জনের।
মঙ্গলবার (১৬ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শনাক্ত ও মৃত্যুর এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরের সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে, ‘শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ৪৮১ জন, এরপর কালিয়াকৈরে ২৮২, শ্রীপুরে ২৪৮ জন, কালীগঞ্জে ১৯৮ জন এবং কাপাসিয়ায় ১৫৩ জন’।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৫২৯ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৩৭ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ২৫ জন, কালিয়াকৈরে ১১ জন, এবং কালীগঞ্জে ১ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৭ হাজার ৯৮০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬২ জনের’।
কোভিডে শনাক্তের পাশাপাশি মৃত্যু সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে গাজীপুরে। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বশেষ করোনার থাবায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ২৮ জনের।
কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৩৮৬ জন সুস্থ হয়েছেন।
আরো জানতে……..