গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি

কাপাসিয়ায় গণপরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য, ১৪ জনকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার ত্রিমোহনী বাজার ও তরগাঁও মোড়ে এলাকায় অভিযান পরিচালনা করে গণপরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।

মোবাইল কোর্ট পরিচালনা করছেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা।

কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, দেশে করোনা সংক্রমনরোধে নাগরিকদের মাস্ক ব্যবহার ও গণপরিবহণে আসনে নির্দিষ্ট দুরত্বে থাকাসহ স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসুচী পালিত হচ্ছে। তারপরও সোমবার কাপাসিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮ ও সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনূ্যায়ী ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button