গাজীপুরজেলা প্রশাসন

কালীগঞ্জের নতুন এসি-ল্যান্ড শাহীনা আক্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহীনা আক্তার।

মঙ্গলবার (০৯ জুন) সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি যোগদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার কে এম আল-আমিন স্বাক্ষরিত মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে শাহীনা আক্তারকে(১৮২১৮) সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ মমতাজ বেগম স্বাক্ষরিত মাঠ প্রশাসন-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে শাহীনা আক্তারকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয় এবং গত ২৩ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাহীনা আক্তারকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

(বিসিএস) ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা ৩ মে ২০১৮ থেকে সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

এর আগে ২০১৭ সালের ৯ মে থেকে ২ মে ২০১৮ পর্যন্ত তিনি সহকারী কমিশনার হিসেবে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

শাহীনা আক্তারের নিজ জেলা ফরিদপুর।

উল্লেখ্য : গত ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রেষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

 

আরো জানতে…….

কালীগঞ্জের এসি-ল্যান্ড জুবের আলমকে ‘বিআরটিএ’ পদায়ন

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button